Header Ads

আজ ৫ টি দেশের হন্টেড প্লেস তুলে ধরলাম।









আজ ৫ টি দেশের হন্টেড প্লেস তুলে ধরলাম।




১) বারবাডোস 🇧🇧:
 অনেকেই এই দেশের নাম শোনেননি। এটি নর্থ আমেরিকার ক্যারিবিয়ান রিজিওনে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। অর্থাৎ এর চারদিকে অথই সমুদ্র।
# Chase Vault: Christ Church Parish Church নামে একটি চার্চের গোরস্থানের একটি ভল্ট ( ভল্ট হল সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের মৃত্যুর পর একসাথে রাখার জন্য একটি ছোট ঘরের মতো।) 
যেখানে সেখানকার এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের সমাহিত করা হয়েছে। ঘটনা হচ্ছে প্রতিদিন ওই ভল্টে রাখা কফিন গুলো এক জায়গায় থাকেনা। কে যেন সেগুলো সরিয়ে দেয়। ১৯০৭ সালে একটি পত্রিকায় এর খবর প্রকাশিত হয়।



২) পাকিস্তান🇵🇰
# Koh i Chiltan: এটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি পর্বত। যা স্থানীয় মিথ অনুযায়ী ৪০ জন বাচ্চার আত্মার কারনে হন্টেড। প্রচলিত মিথ অনুযায়ী এক মা তার ৪০ জন সন্তানকে বলি দেয় এই পর্বতে কোন অলৌকিক ক্ষমতা পাবার আশায়। এখানে দিনের বেলায় ও কেউ আসতে সাহস পায় না। 



# Mohatta Palace: 

এটি করাচীতে অবস্থিত একটি মিউজিয়াম। এটি কয়েক জন ব্রিটিশ অফিসার এর আত্মার জন্য হন্টেড। যারা স্বদেশীদের হাতে খুন হন। যেসব সিকিউরিটি গার্ডরা রাতে সেখানে ডিউটি দেয় তারা রিপোর্ট করেছিল তারা রাতে মিউজিয়ামে অদৃশ্য কারো উপস্থিতি টের পায়। মিউজিয়ামের জিনিস পত্র নিজ নিজ স্থান হতে সরে যায়।


৩)আরব আমিরাত🇦🇪:
# Al Jazirah Al Hamra: এটি সংযুক্ত আরব আমিরাতের "রাস আল খাইমাহ" আমিরাতের অর্থাৎ প্রদেশে অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম। এই গ্রামের নামের অর্থ The Red Island means লাল দ্বীপ। এই গ্রামেটি পুরো ফাঁকা। এখানে জ্বীনের উপদ্রব অনেক বেশি। আর সেখানকার জ্বীনরা খুব শক্তিশালী। তাই গ্রামবাসী প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে চলে যায়।



৪) পানামা 🇵🇦:
# Coiba: এটি পানামাতে অবস্থিত সুন্দর ও সেন্ট্রাল আমেরিকান রিজিওনে সবচেয়ে বড় আইল্যান্ড। পানামার একসময়কার একনায়কতন্ত্রিক শাসক Manuel Noriega এর আমলে একে প্রিজন হিসেবে ব্যবহার করা হয়। সেখানকার প্রিজনার দের কাছে শোনা যায় রাতে জায়গাটা খুব ভয়ানক হয়ে উঠে। পানামার এক ফরমার বক্সার Roberto Duràn ও বলেছেন একবার রাতে এখানে বেড়াতে এসে টের পেয়েছেন যে তিনি এখানে একা নন অদৃশ্য কেউ ছিলো সেখানে।



৫) মায়ানমার 🇲🇲:
# Kyaing Tong Hotel: এটি মায়ানমারের সান স্টেটের Kengtong শহরে অবস্থিত একটি নতুন খোলা হোটেল। এটা একসময় একটি পুরাতন প্রাসাদ ছিলো। যা হোটেলে রুপান্তর করা হয়। বর্তমানে এটি হন্টেড প্লেসের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।




"Codex Giagas" শয়তানের বাইবেল


No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.